সিরিয়ায় ক্ষমতার পালাবদলের সাথে বদলে গেছে পতাকার রং। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। তার শাসনের অবসান উদযাপন করতে বিশ্বের বিভিন্ন শহরের রাস্তায় নেমেছে সিরিয়ানরা। তাদের অনেকেই ওড়াচ্ছেন সিরিয়ার বিরোধী দলের পতাকা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মস্কোর দূতাবাসসহ বিদেশে সিরিয়ার বেশ কয়েকটি কূটনৈতিক মিশনেও বিরোধী দলের এ ব্যানারটি তোলা হয়েছে।
বিরোধী দলের এ ব্যানারটিতে সবুজ ও কালো অনুভূমিক ফিতেগুলোর মধ্যে তিনটি লাল তারা রয়েছে।
এই ব্যানারটি আসাদ সরকারের সাথে যুক্ত পতাকার বিপরীত। আসাদ সরকারের পতাকায় দুটি ছোট সবুজ তারাসহ লাল, সাদা ও কালো অনুভূমিক ব্যান্ড যুক্ত ছিল।
উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্ক দখলের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
সূত্র : আল জাজিরা