রবিবার, ০৭:৫৮ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সিরিয়ায় অস্ত্রবহনকারী কনভয়ের ওপর বিমান হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৫৬ বার পঠিত

ইরাক থেকে সিরিয়ায় অস্ত্র বহনকারী কনভয়ের ওপর বিমান হামলায় অনির্দিষ্ট সংখ্যক লোক হতাহত হয়েছেন। কনভয়টিও ধ্বংস হয়ে গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইরাক থেকে সিরীয় অঞ্চলে ছয়টি রেফ্রিজারেটেড ট্রাক ঢোকার পর আলবু কামাল সীমান্তবর্তী অঞ্চলে অজ্ঞাত বিমান থেকে হামলা চালানো হয়।

হতাহতের নির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ না করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরো বলেছে, রোববারের এ হামলায় বহরটি ধ্বংস হয়ে গেছে। আরোহীরা হয় নিহত কিংবা আহত হয়েছেন।

সংস্থা প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ট্রাকগুলো ইরানের অস্ত্র বহন করছিল।

এদিকে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের অবিশষ্টাংশের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট অতীতে সিরিয়ার ইরানপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সরকারি অবস্থান ও ইরান সমর্থিত বাহিনী লক্ষ্য করে শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও স্বীকার করেছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com