রাতভর বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ভারতের সিকিমের। আকস্মিক বন্যায় নিখোঁজ ২৩ ভারতীয় সেনা।
বুধবার সকালেই উত্তর সিকিমের সিংতামের কাছে তিস্তার পানির স্রোতে সেনা ছাউনি ভেসে নিখোঁজ হয় ২৩ জন সেনা সদস্য। পানির তোড়ে ভেসে গেছে সেনা ছাউনির একাধিক গাড়িও। একটি সেতুও ভেঙে গেছে।
জানা গিয়েছে, নিখোঁজ সেনা সদস্যরা পাহাড়ে বিপর্যয় মোকাবেলার দায়িত্বে ছিলেন। তারাই এদিন সকালে তিস্তা নদীর পানির তোড়ে ভেসে যান। তীব্র স্রোতে সেনা সদস্যরা খাদে পড়ে গেছেন নাকি অন্য কোথাও ভেসে গেছেন, তা এখনো জানা যায়নি।
প্রবল বৃষ্টির মধ্যেই সেনা সদস্যদের খোঁজে শুরু হয়েছে উদ্ধারকাজ। বৃষ্টি কমলে আরো দ্রুত উদ্ধারকাজ চালানো হবে বলেই জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে পূর্বাভাস অনুযায়ী, ভারতের উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বুধবার কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দার্জিলিং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে।
এরপর বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র : এনডিটিভি