কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী ওরফে অন্তরা ক্যাম্পাস ছাড়ার পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে ছাত্রীরা। এবার মুখ খুলেছেন আরও চার ছাত্রী। চার জনের মধ্যে তিন জন এখনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। একজন কিছুদিন আগে পড়াশোনা শেষ করে হল ছেড়েছেন।
গতকাল শুক্রবার ওই চার ছাত্রী জানায়, ‘হলের যে কক্ষে সানজিদা থাকেন, সেখানকার বারান্দায় যাওয়াও নিষেধ। তার সামনে কেউ গেলে মাথা নিচু করে থাকতে হয়। নইলে অপদস্থ হতে হয়। তিনি (সানজিদা) কারও কারও অভিভাবককে ফোন করে কুৎসা রটিয়েছেন। ছাত্রলীগের পদ পাওয়ার পর সানজিদা আরও বেপরোয়া হয়ে ওঠেন। সানজিদার ভয়ে কেউ প্রতিবাদ করত না।’
এদিকে নির্যাতনের শিকার ছাত্রীটি আজ ক্যাম্পাসে গেছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হলের প্রভোস্ট তাকে ক্যাম্পাসে যেতে বলেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন বলেন, ‘আমি নিজে ছাত্রীসহ তার বাবার সঙ্গে কথা বলেছি। ক্যাম্পাসে তার নিরাপত্তা দেওয়া হবে।’