জাতীয় সংসদ উপনেতা মরহুম সৈয়দা সাজেদা চৌধুরীর সংসদীয় আসন ফরিদপুর-২ শূন্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সংসদ সচিবালয় তার নির্বাচনী আসন শূন্য ঘোষণার প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী সাজেদা চৌধুরী গত রোববার মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ফরিদপুর-২ আসনে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন সাজেদা চৌধুরী। ওই আসনে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান। তিনিও একাধিকবার সংসদ সদস্য ছিলেন।