ঢাকা প্রতিবেদক:
দিনের শুরুতে মুমিনুলকে হারিয়ে চাপে পড়লেও, দ্বিতীয় দিনের প্রথম সেশনে আর বিপদে পড়তে হয়নি বাংলাদেশের। সাকিবের আগ্রাসী এবং মুশফিকের থিতু ব্যাটিংয়ের ওপর ভর করে ৩ উইকেটে ১৭০ রানে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। এখনও আয়ারল্যান্ড থেকে ৪৪ রানে পিছিয়ে রয়েছে টাইগার বাহিনী।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ বোলিংয়ের পর ব্যাটিংও দুর্দান্ত করছে বাংলাদেশ। বুধবার (৫ এপ্রিল) দ্বিতীয় দিনের ১৬তম বলে মুমিনুলকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে সে চাপ গায়ে লাগাননি সাকিব আল হাসান। পাঁচ নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন টাইগার অধিনায়ক। মাত্র ৪৫ বলে তুলে নেন অর্ধশতক।
সাকিবের পর ফিফটির দেখা পান মুশফিকুর রহিমও। দুজনের জোড়া ফিফটিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ। এখনও ৪৪ রানে পিছিয়ে থাকলেও, সাকিব-মুশফিকের ব্যাটে বড় সংগ্রহের পথে রয়েছে স্বাগতিকরা। দুজন মিলে গড়েছেন ১৩০ রানের জুটি। সাকিব ৭৪ এবং মুশফিক ৫৩ রানে অপরাজিত আছেন।