শুক্রবার, ১০:২৯ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সর্ব প্রথম নিজেকে সংস্কার করুন, তারপর রাষ্ট্র সংস্কারে অংশ নিন-বরিশাল জেলা প্রশাসক 

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৮ বার পঠিত

বরিশালের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন সর্ব প্রথম নিজেকে সংস্কার করুন, তারপর রাষ্ট্র সংস্কারে অংশ নিন। এভাবে নিজেকে সংস্কারের মধ্যদিয়ে রাষ্ট্র সংস্কারে আপনাদের স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
শুক্রবার বিকেল ৫টায় বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, মনে রাখতে হবে রাষ্ট্রের মালিক জনগন, আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের সেবক। সেবার মাসসিকতা তৈরী করুন আগে, যে মানুষটি আপনার কাছে সেবা পেতে এসেছে সে হয়ত জানেনা সেবাটি আপনার দেয়ার সুযোগ নেই, আইন আপনাকে সে সুযোগ দেয়নি। আপনি ওই সেবা গ্রহিতাকে সুন্দর ভাবে বিনয়ের সাথে আইনটি বুঝিয়ে বলুন, দেখেবেন তিনি সন্তুষ্ট হয়ে ফিরে যাবেন। আর যদি আপনি তার সাথে খারাপ আচরন করেন তা হলে সে ধরেই নেবে কাজটি আপনার করার সুযোগ রয়েছে। কিছু টাকা ঘুষ দিলেই হয়ত আপনি তার কাজটি করে দিতেন। এ ভাবে রাষ্ট্রের মালিকদেরকে কষ্ট দেবেন না। তাদেরকে সেবা দেয়ার জন্য নিজেদেরকে তৈরী করুন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সেনা ক্যাম্পের ইনজার্চ মেজর মোঃ ফয়সাল হক, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া।
বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমীন, ইসলামী আন্দোলনের গৌরনদী উপজেলা আমীর মূফতি মোস্তফা কামাল, টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ^াস, গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায় দুলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আরো বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবে যাতে কেউ কোন প্রকার বিঘœ ঘটাতে না পারে তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্ত্বা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এর পর মন্ডপের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলব মন্ডপগুলোতে সার্বক্ষনিকের জন্য আপনাদের নিজস্ব প্রতিনিধি রাখবেন। তিনি হুসিয়ারী উচ্চাবন করে বলেন, পূজা মন্ডপে কোন অপৃতিকর ঘটনা ঘটলে আপনাদের প্রতিনিধিদেরকেও যেন আমরা জবাবদিহীর আওতায় আনতে পারি। মন্ডপ গুলোতে সার্বক্ষনিক সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার জন্য তিনি পূজামন্ডপ কমিটির প্রতি আহবান রাখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com