শুক্রবার, ০১:৪৭ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সর্বকালের সেরা ১০ ভারতীয় সিনেমার প্রথম তিনটিই বাংলা!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১০৬ বার পঠিত

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম দশটি সিনেমার তিনটিই বাংলা। শুধু তা-ই নয়, এই তিনটি ছবির পরিচালক বাংলা চলচ্চিত্রের ‘ত্রিমূর্তি’ হিসেবে পরিচিত সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকসের (এফআইপিআরএসসিআই) ‘ইন্ডিয়া চ্যাপ্টার’ একটি জরিপ করে।  সেখানে সমালোচকদের মতামতের ভিত্তিতে এ সেরা ১০ চলচ্চিত্র নির্বাচিত করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, এফআইপিআরএসসিআই-এর জরিপে অংশ নেওয়ারা সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’কে ভারতীয় সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত সেরা ছবি বলে চিহ্নিত করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে ছবিটি নির্মাণ করেন সত্যজিৎ। এটিই এ কিংবদন্তি পরিচালকের প্রথম পরিচালিত সিনেমা।

এফআইপিআরএসসিআই-এর তালিকায় পরের ছবিটি ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে নির্মিত। উদ্বাস্তু কলোনির এক মেয়ের সংগ্রাম নিয়ে তৈরি এই ছবিও বিশ্ব চলচ্চিত্রে এক স্বকীয় ভাষার অবতারণা করে। তালিকায় তৃতীয় চলচ্চিত্রটি মৃণাল সেনের ‘ভুবন সোম’ (১৯৬৯)। উৎপল দত্ত ও সুহাসিনী মূলে অভিনীত এ চলচ্চিত্র ভারতীয় চলচ্চিত্রের হয়ে বিশ্বজয় করার গল্প লেখে।
এই তিন বঙ্গসন্তানের সিনেমার পর  তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম ছবি ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরীশ কাসারাভাল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭) এবং এমএস সথ্যুর ‘গরম হাওয়া’ (১৯৭৩)। তবে তালিকার সাত নম্বর নামটি আবার সত্যজিতের। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘চারুলতা’ দিয়ে তালিকার সপ্তম স্থানেও আছে তার নাম।

তালিকার অষ্টমে রয়েছে শ্যাম বেনেগালের হিন্দি সিনেমা ‘অঙ্কুর’ (১৯৭৪), নবমে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং দশমে রমেশ সিপ্পির সিনেমা ‘শোলে’ (১৯৭৫)।

এফআইপিআরএসসিআই নামের এ চলচ্চিত্র সমালোচকদের সংগঠনটি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। কান, ভেনিস বা ভিয়েনা ইত্যাদি চলচ্চিত্র উৎসবে এই সংগঠন বিভিন্ন ছবিকে পুরস্কৃত করে থাকে। জানা গিয়েছে, এই জরিপটি অত্যন্ত গোপনীয়তায় সম্পন্ন করে এফআইপিআরএসসিআই। জরিপে মতামত দিয়েছেন সংগঠনের ত্রিশ জন সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com