বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হামলার ঘটনায় সেটা আরও প্রকাশ পেয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আহত ছাত্রদল নেতাদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সন্ত্রাসী দল। তাদের থেকে নারী শিক্ষার্থীরাও রেহাই পায়নি। তাই এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি জনগণের মৌলিক অধিকার হরণ হয়েছে।