সরকারকে বিদায়ে সেপ্টেম্বরে চূড়ান্ত লড়াই হবে—এ বক্তব্য দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেছেন, আগস্টে আন্দোলন পুনর্গঠন করা হয়েছে। সেপ্টেম্বর মাসে এই সরকারের বিরুদ্ধে আখেরি লড়াই হবে।
আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে গণমিছিলের আগে সমাবেশটির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের নেতা–কর্মীরা গণমিছিল বের করেন। মিছিলটি শাহবাগ থেকে কাঁটাবন, নীলক্ষেত হয়ে নিউমার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের পদ্মা সেতু করতে ৪০ হাজার কোটি টাকা লাগে। এক্সপ্রেসওয়ের এক কিলোমিটার করতে লাগে ২৭২ কোটি টাকা। অথচ ভারত ৯০০ কোটি টাকায় চাঁদে অভিযান চালায়, ১ হাজার ১৮০ কোটি টাকায় ভূপেন হাজারিকা সেতু করে। এই সরকার বিদায় নিলে এসব লুটপাটের হিসাব আদায় করা হবে।’
দেশে লুটপাটের রাজত্ব চলছে বলে অভিযোগ করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, যারা বাংলাদেশ ব্যাংকের ডলার চুরির জন্য দায়ী, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু বিরোধীদের আন্দোলন দমনে সরকার তৎপর।
সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে দাবি করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার বুঝে গেছে, তাদের আয়ু ফুরিয়ে গেছে। তাই সব কিছু লুটপাট করছে। ব্যাংকগুলোকে ফোকলা করতে শুরু করেছে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে দেশবিরোধী উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, উচ্চ আদালতের রায়কে বিকৃত করে নিজেদের মনমতো এই সংবিধান তৈরি করেছে সরকার। জনগণ এই সংবিধান মানে না। এই সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, আওয়ামী লীগ এখন মাফিয়াদের সংগঠনে পরিণত হয়েছে। এই দলের ভেতরে যাঁরা মানবিক, প্রকৃত রাজনীতিবিদ, তাঁরা আজ কোণঠাসা।
নির্বাচনের আগে সরকার দেশকে লুটের বাজারে পরিণত করেছে বলে দাবি করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সেপ্টেম্বর মাসে এই সরকারের বিরুদ্ধে আখেরি লড়াই হবে। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বলেন, সরকারের মন্ত্রীরা কয়েক মাস আগে থেকেই বলছিলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য হচ্ছে। কিন্তু সম্মেলন থেকে খালি হাতে ফিরে আসছে।
সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান প্রমুখ।