আজ জুলাই২৭, ২০২২ ইং বুধবার সময়ের কন্ঠধ্বনির প্রকাশক ও সম্পাদক দিদার সরদারের শুভ জন্মদিন আজ।
তিনি হংকং প্রবাসী। মানুষের সেবায় তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে বিশেষ ভূমিকা। তিনি ইতোমধ্যে বেসকয়েকটি ইন্টারন্যাশনাল সেবামূলক সংগঠনের সাথে জড়িত। প্রকাশক ও সম্পাদক – সময়ের কণ্ঠধ্বনি এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব ডিরেক্টর –৩১৫ বি ১ – বাংলাদেশ, ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক(UAHR), পরিচালক জাতীয় কবি পরিষদ (জাকপ)।
তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
সময়ের কন্ঠধ্বনি পরিবারের পক্ষ থেকে শুভ জন্মদিনের এই বিশেষ দিনটিতে রইলো অনেক অনেক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্যও দীর্ঘায়ু কামনা করছি। নিরন্তর শুভ কামনা, ভালো থাকুন সবসময়।
শামীম লাবু
বার্তা সম্পাদক
সময়ের কণ্ঠধ্বনি