দেশজুড়ে তুমুল সমালোচনার পর হত্যাচেষ্টা মামলার এজাহার থেকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার নাম বাদ দিতে আবেদন করেছেন মামলার বাদী মো. বাকের।
আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর খিলগাঁও থানায় এই আবেদন জমা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ভুলবশত আসামির তালিকায় জেড আই খান পান্নার নাম উল্লেখ করা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই খিলগাঁও থানাতেই জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে নিজের ছেলে আহাদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন মো. বাকের।
গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। ঘটনার প্রায় তিন মাস পর ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এই মামলায় ৯৪ নম্বর নামটি ছিল জেড আই খান পান্নার।
সুপ্রিম কোর্টের এই প্রতিথযশা আইনজীবী ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে মামলার পর দেশজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। আজ সেই হত্যাচেষ্টা মামলায় আগাম জামিনও পেয়েছেন জেড আই খান পান্না।
হাইকোর্টের একটি বেঞ্চ জেড আই খান পান্নাকে এ মামলায় পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন।
উল্লেখ্য, মামলার বাদী মোহাম্মদ বাকের (৫২) একজন সবজি বিক্রেতা। তিনি ঢাকার বনশ্রী এলাকায় ভ্যানে সবজি বিক্রি করেন। তিনি তার ছেলে আহাদুল ইসলামকে (২৫) গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় মোট ১৮০ জনকে আসামি করা হয়। এর মধ্যে জেড আই খান পান্নার নাম ছিল ৯৪ নম্বরে।