বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নেতাকর্মীদের ওপর অন্যায় আঘাত বৃথা যাবে না। পাল্টা আঘাত আমরাও করতে জানি। সময়মতো সেটা করব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর অন্যায় আঘাত বৃথা যাবে না। প্রতিটা আঘাতের প্রত্যুত্তর দেওয়া হবে। আঘাতে আঘাতে আমাদের ক্ষতবিক্ষত করলে পাল্টা আঘাতও আমরা করতে জানি। সময়মতো সেটা করব।
তিনি বলেন, এরশাদের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছিল। কিন্তু স্বৈরাচার আইয়ুব খান ও এরশাদের চাইতে কেন জানি আওয়ামী লীগের নির্যাতনের মাত্রাটা একটু ভিন্ন রকম।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ মনে করে তারা ছাড়া বাংলাদেশে আর কেউ কথা বলতে পারবে না। তারা নিজেদের প্রভু ও দেশের মালিক মনে করে। জনগণ যেন কেউ না।
রিজভী বলেন, গয়েশ্বর চন্দ্র রায়কে নাটক করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। এরপর তাকে খাবার দিয়ে ছবি তুলে ভাইরাল করা হলো। তারা যে রুচি বিকৃতির প্রদর্শন করেছে- এতেই প্রমাণ হয়, পুলিশ আর রাষ্ট্রীয় সংস্থা হিসেবে থাকলো না। সংস্থাটি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রাইভেট বাহিনীতে পরিণত হয়েছে।