সংগ্রাম ছাড়া দাবি আদায় হয়না। রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে পারলে দাবি আদায় হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। সারাদেশে শ্রমিকদের কষ্ট বোঝে না। শ্রমিকদের কোন অধিকার প্রতিষ্ঠা হয়নি। দ্রব্যমূল্যের কারনে অনেক কষ্টে আছে শ্রমিকরা। অথচ সরকার তাদের কথা ভাবে না। শ্রমিকদের জন্য কোন উদ্যোগ নেই সরকারের বলেও অভিযোগ করেন তিনি।
আজ রোববার (পহেলা মে) সকালে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র্যালীতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার ও বাড়ি করবেন তা হতে পারেনা। সরকার ক্ষমতায় টিকে থাকতে হত্যা গুম করছে। এটা মেনে নেয়া যায় না। সরকার জনগন দ্বারা প্রত্যাখাত হয়েছে। রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, পরনির্ভরশীল হয়ে পড়েছে। তিনি বলেন, ক্ষমতাসীনদের পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করা হবে। সে লক্ষ্যে শ্রমিকসহ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।
রুহুল কবির রিজভি বলেন, সরকারের ভ্রান্ত নীতির কারনে শ্রমিকরা কষ্টে আছে। অথচ সরকার উন্নয়নের কথা বলে বিদেশে টাকা পাচার করছে। বাংলাদেশ আজ অধিকার হারা। সাধারণ মানুষ বিচার পায় না, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাফাইয়ের জন্য ভারতের দ্বারস্থ হয়েছে সরকার। যারা মানুষের অধিকার হরণ করেছে তাদের সরাতে হবে। তাহলেই গনতন্ত্র ফিরে পাওয়া যাবে।