এসময় বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় প্রশাসনকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গৌরনদী ও আগৈলঝাড়া থানার ওসিদের সঙ্গে টেলিফোন করে পরামর্শ দিয়েছেন তিনি। দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বানও
এসেছে তার পক্ষ থেকে। জহির উদ্দিন স্বপন বলেন, ক্ষমতা পরিবর্তনের এমন ক্রান্তিলগ্নে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, ধর্মীয় উপসনালয়, মন্দির ও ব্যবসা-প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে হবে। অগ্নিসংযোগ ও লুটপাটের মত ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে। কারাগারে থাকা অবস্থায় যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতিও দেন তিনি।