স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে নিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় গ্রাম পুলিশের এক প্রাক্তন সদস্য নিহত হয়েছেন। তবে তার সঙ্গে থাকা স্ত্রী অক্ষত রয়েছেন। সোমবার দুপুরে ধামলই-শ্রীপুর সড়কের বেকাসাহরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম- আব্দুর রশিদ (৬০)। তিনি শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য এবং স্থানীয় ধামলই গ্রামের ইউনুস আলীর ছেলে।
শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্রীপুর উপজেলা সদরে যাচ্ছিলেন আব্দুর রশিদ। দ্রুতগতিতে যাওয়ার পথে ধামলই-শ্রীপুর সড়কের বেকাসাহরা এলাকায় মোটরসাইকেলটির চাকা ভাঙ্গা রাস্তার গর্তে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তিনি ছিটকে সড়কের পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন। তবে ঘটনার সময় সঙ্গে থাকা তার স্ত্রী অক্ষত রয়েছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
###