জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংগঠনটির নেতারা।
বুধবার দুপুরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে ফুলেল শ্রদ্ধা ও দোয়া পাঠ করেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে স্লোগান দিতে থাকেন মাজারে ফুল দিতে আসা নেতারা।