মে দিবস উপলক্ষে সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে শ্রমিকদের পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ঘোষণাপত্রে বলা হয়- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। অবাধ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার চাই, বাজার মূল্যের সাথে সঙ্গতিপূর্ণ বাঁচার মতো মজুরি চাই। শোভন, নিরাপদ ও বৈষম্যহীন কর্মক্ষেত্র চাই। বন্ধ শিল্প চালু করতে হবে, নতুন শিল্প গড়ে তুলতে হবে। জরুরি পরিষেবা আইনসহ সকল কালাকানুন বাতিল করতে হবে। জাতীয় ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা দিতে হবে। জাতীয় পে-স্কেল ও মজুরি কমিশন ঘোষণা করতে হবে। অনির্বাচিত সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই।
এ সময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।