বৃহস্পতিবার, ০৩:৪৩ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৩ বার পঠিত

নতুন রূপের চ্যাম্পিয়নস লিগে মানিয়ে নিতে খানিকটা কষ্ট হচ্ছিলো রিয়াল মাদ্রিদের। তবে সময়ের সাথে সাথে নিজেদের গুছিয়ে নিয়েছে তারা। আর সালজবুর্গকে গত রাতে গোলবন্যায় ভাসিয়ে বাঁচিয়ে রাখলো শেষ ষোলোর আশা।

সান্তিয়াগো বার্নাব্যূতে বুধবার (২২ জানুয়ারি) রাতে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও সালজবুর্গ। যেখানে স্বাগতিকদের জয় ৫-১ গোলে। জোড়া গোল করেন রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র। অন্যটা কিলিয়ান এমবাপ্পের।

এবারে চ্যাম্পিয়নস লিগে খুব একটা ভালো অবস্থানে নেই বর্তমান চ্যাম্পিয়রা। সরাসরি শেষ ষোলোয় জায়গা পাবার আশা আগেই ফিকে হয়ে গেছে তাদের। এমতাবস্থায় এখন প্রতিটি ম্যাচই হয়ে গেছে বাঁচা মরার লড়াই।

শেষ রাউন্ড পর্যন্ত সামান্য সম্ভাবনাটুকুও বাঁচিয়ে রাখতে এখানে কেবল জিতলেই হতো না তাদের, ব্যবধানটাও করতে হতো বড়। সেই লক্ষ্য ভালোভাবেই পূরণ করেছে ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

তবে এই জয়ে স্বস্তি ফিরেছে লস ব্লাঙ্কোজ শিবিরে। এখন ১৬ নম্বরে আছে তার। খুব কঠিন ও অনেক জটিল হিসাব-নিকাশ সামনে রেখে মঙ্গলবার বেস্তের মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচে বড় জয় পেতেই হবে তাদের।

যাহোক, কঠিণ সমীকরণ সামনে রেখে গতরাতে সালজবুর্গকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুটা যদিও হয় বেশ অপ্রত্যাশিত। রিয়ালকে কাঁপিয়ে দেয় সফরকারীরা। প্রথম বিশ মিনিটে গোলের জন্য নেয় ৩ শট।

তবে ২৩তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরাই। মাঝমাঠ থেকে কিলিয়ান এমবাপ্পের পাস ধরে ডি-বক্সে ক্রস বাড়ান ভিনিসিউস। বেলিংহ্যাম পা ছুঁয়ে বল চলে যায় রদ্রিগোর কাছে। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান।

চার মিনিট পর বাড়তে পারত ব্যবধান। কিন্তু রদ্রিগোর শট প্রতিহত হওয়ার পর, বক্সেই ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন ভিনিসিউস। তবে রদ্রিগো-বেলিংহ্যামের দারুণ বোঝাপড়ায় ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়।

সতীর্থের পাস ধরে বেলিংহ্যামকে বল বাড়িয়ে চোখের পলকে ডি-বক্সে ঢুকে পড়েন রদ্রিগো। এরপর ফিরতি পাস পেয়ে দুর্দান্ত এক শটে গোলরক্ষককে পরাস্ত করে তিনি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর সালজবুর্গকে আর কোনো সুযোগই দেয়নি রিয়াল। ৪৮ মিনিটে সালজবুর্গ গোলরক্ষক জেনিস ব্লাচউইচের পা থেকে বল কেড়ে নিয়ে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে।

আক্রমণের ধারায় ৫৮ মিনিটে গোলের খাতায় নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়র। লুকা মদ্রিচের পাস ধরে দারুণ এক শটে গোল করে দলকে বড় জয়ের পথে আরেকটু এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

পরের গোলটাও আসে তার পা থেকেই। ৭৭ মিনিটে ফেদেরিকো ভালভের্দের পাস ধরে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিউস। ৫-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

তবে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ব্যবধান কমায় সালজবুর্গ। ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজেদের একমাত্র গোলটি করেন মাডস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com