লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আগের ম্যাচে ড্র করে চাপে ছিল বার্সেলোনা। গতকাল রাতে মায়োর্কার বিপক্ষে ম্যাচটিও একপর্যায়ে মনে হচ্ছিল ড্রই হতে যাচ্ছে। বল দখল এবং আক্রমণে এগিয়ে থেকেও গোল পাচ্ছিল না বার্সা। এর মধ্যে পেনাল্টিও মিস করেছেন মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ান।
ঘরের মাঠে ম্যাচের ৭৩ মিনিটে জয়সূচক গোলটি করেন ইয়ামাল। মায়োর্কার বক্সের বাইরে বল পেয়ে ১০০ মিটার স্প্রিন্টারের গতিতে ভেতরে ঢোকেন ইয়ামাল। এরপর নিজের সঙ্গে লেগে থাকা মার্কারকে বোকা বানিয়ে জায়গা বের করে নেন।
সামনে সারি ধরে মায়োর্কার ডিফেন্ডাররা অবস্থান নেওয়ায় আর সামনে এগোননি এই স্প্যানিশ কিশোর। দূরের পোস্ট লক্ষ্য করে সেখান থেকেই নেন বাঁকানো শট। পোস্টের কোণ ঘেঁষে জালে জড়ানো বলটি থামানোর কোনো উপায়ই ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের।
এই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এ জয়ে সাময়িকভাবে পয়েন্ট তালিকার দুইয়েও উঠে এসেছে কাতালান ক্লাবটি। ২৮ ম্যাচে বার্সার পয়েন্ট ৬১। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৭ ম্যাচে ৬৬। তিনে নেমে যাওয়া জিরোনার পয়েন্ট ২৭ ম্যাচে ৫৯। আজ রাতে জিরোনা খেলবে ওসাসুনার বিপক্ষে। এই ম্যাচ জিতলে ফের বার্সাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা।