শনিবার, ০৮:১৫ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে বাংলাদেশ, এবাদতের অভিষেক

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৯৭ বার পঠিত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে জিম্বাবুয়ের হয়ে এ ম্যাচে নেতৃত্ব দেওয়া সিকান্দার রাজা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।

এ নিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টির পর সবকটি ওয়ানডেতে টস হারল বাংলাদেশ।

বুধবার হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় মাঠে গড়াবে।

এ ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। প্রথম দুই ম্যাচ হেরে ২-০তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ২০০১ সালের পর ওয়ানডেতে হোয়াইটওয়াশের চোখ রাঙানি দিচ্ছে।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে পেসার এবাদত হোসেনের অভিষেক হচ্ছে। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে না খেলা মোস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে। মোস্তাফিজ ও ইবাদতে পরিবর্তে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

এদিকে জিম্বাবুয়ে একাদশে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে ছিটকে গেছেন রেজিস চাকাভা। অভিষেক হচ্ছে ক্লাইভ মাদান্দের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com