প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে অবস্থান করছে টাইগ্রেসরা।
তবে সফরের শুরুটা মোটেও ভালো হয়নি। বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের। ক্যারিবীয় কন্যাদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। প্রথম ওয়ানডেতে সোমবার টাইগ্রেসদের হার ৯ উইকেটে।
সিরিজের প্রথম ওয়ানডেতে সেন্ট কিটসে টসে হেরে আগে ব্যাট করে টাইগ্রেসরা। তবে পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১৯৮ রানের বেশি করতে পারেনি৷ জবাবে ৩১.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ওপেনার ফারজানা হক (১০) ফিরলেও মুরশিদা খাতুন ও শারমিন আক্তারের ব্যাটে আশা দেখে বাংলাদেশ। তবে দু’জনের কেউ থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। মুরশিদা ৫৩ বলে ৪০ ও শারমিন ফেরেন ৭০ বলে ৪২ করে।
মাঝে অধিনায়ক নিগার সুলতানা আউট হোন ৪৪ বলে মাত্র ১৪ করে! তাতে ৩৩.৪ ওভারে ১২৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে সোবহানা মোস্তারি ও স্বর্না আক্তারের ব্যাটে খানিকটা স্বস্তি পায় টাইগ্রেসরা।
দুজনের জুটিতে আসে ৬৯ বলে ৫৪ রান। তবে তারাও ফেরেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে। মোস্তারি ৫০ বলে ৩৫ ও স্বর্না আউট হোন ৩৮ বলে ২৯ রানে। শেষের দিকের কেউ দুই অংকে যেতে পারেনি।
দেন্দ্রা দত্তিন ৩ ও দুটো করে উইকেট নেন আলিয়াহ ও হাইলি ম্যাথিউজ নেন জোড়া উইকেট করে।
জবাব দিতে নেমে ২৫.৩ ওভারের উদ্বোধনী জুটিতেই জয়ের ঘ্রাণ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিয়ানা জোশেফ দলীয় ১৬৩ রানের মাথায় ফেরেন ৭৯ বলে ৭০ রানে৷ রাবেয়া খান ফেরান তাকে।
তবে আরেক ওপেনার হাইলি ম্যাথিউজকে থামাতে পারেনি কেউ। তিনি তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। খেলেন ৯৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস। ১৪ রানে অপরাজিত থাকেন ক্যাম্পেবল।