বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার সতর্ক করে দিয়ে বলেছে, আসন্ন শীত ইউক্রেনের লাখ লাখ মানুষকে ‘জীবন আশঙ্কার’ মুখে ফেলে দেবে। দেশটির বিদ্যুত গ্রিডের ওপর রাশিয়ার ধারাবাহিক ধ্বংসাত্মক হামলার পর সংস্থাটি এমন মন্তব্য করলো।
ডব্লিইএইচও’র ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ সাংবাদিকদের বলেন, ‘এই শীত ইউক্রেনের লাখো মানুষের জীবন আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবে।’
তিনি আরো বলেন, স্বাভাবিকভাবেই সেখানকার বর্তমান পরিস্থিতিতে এই শীত মানুষের বেঁচে থাকার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।