বুধবার, ০২:৪৩ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই বিক্রেতা গ্রেপ্তার প্রধান শিক্ষিকার বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে গৌরনদীতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ গৌরনদীতে ধর্ষনের পর শিশু কন্যাকে হত্যা ১০ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার সাংবাদিক সঞ্জয় কুমার পালের শ্বশুর অতুল চন্দ্র কুন্ডু’র পরলোক গমন আমাকে কিন্তু কোন বাহিনীর প্রধান বানাইয়েন না আপনারা-এম. জহির উদ্দিন স্বপন ‘তাড়াহুড়ার প্রয়োজন নেই, সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন’ সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে নেয়া হবে না : মির্জা ফখরুল ছাত্রদলের ঢাকা মহানগরের ৪ শাখার কমিটি অনুমোদন মেঘনায় জাহাজে নিহত সেই ৭ জনের পরিচয় মিলেছে

শীতের সড়কে ঝরল ১২ প্রাণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩ বার পঠিত

ঘন কুয়াশায় সড়ক যেন মৃত্যুকূপ। গত রবিবার মধ্য রাত থেকে গতকাল সোমবার বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নারী-শিশুসহ ১২ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে গতকাল ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক নারী প্রাণ হারিয়েছেন। তিনি মাওয়ায় ঘুরতে এসে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রাইভেট কারের পেছনে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে প্রাণ হারান তিনি। নড়াইলের  লোহাগড়ায় কাঠবোঝাই ভটভটি উল্টে গাড়ির হেলপার নিহত হন। টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সিএনজিচালিত অটোরিকশা চাপায় এক শিশু প্রাণ হারিয়েছে। সে তার ফুপুর বাড়িতে বেড়াতে এসেছিল।

নাটোরে ঘন কুয়াশায় ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন ছয়জন। কুমিল্লা আদর্শ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে তিন কিশোর প্রাণ হারিয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা চাপায় পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানোর খবর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল নারীর : ঘন কুয়াশার কবলে মাওয়ায় ঘুরতে এসে বাড়ি ফেরার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে প্রাইভেট কারের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক নারী। এতে আরও পাঁচজন আহত হয়। গতকাল সোমবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর টোল প্লাজার অদূরে জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম পান্না বণিক (৩৫)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুরের বসাকপাড়া গ্রামের খোন রায়ের স্ত্রী। আহত অবস্থায় প্রাইভেট কারের যাত্রী শিল্পী ঘোষ, দীপ্ত বণিক, ঈশিতা ঘোষ ও নিহত পান্না বণিকের ১৩ মাসের সন্তান এবং কাভার্ড ভ্যানের চালক মো. মাহফুজকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আতিকুর রহমান জানান, ভোরে কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ধলেশ্বরী সেতুর টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় ঘন কুয়াশার কারণে কাভার্ড ভ্যানটির সামনে থাকা প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেট কারের যাত্রী পান্না বণিক।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ক্যামেলিয়া সরকার জানান, সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনার ঘটনায় ছয়জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে এক নারী আগেই মারা গিয়েছিলেন। আহত অবস্থায় পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গীবাড়িতে সিএনজিচালিত অটোরিকশাচাপায় শিশু নিহত : ফুপুর বাড়িতে বেড়াতে এসে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম মাহিম মিয়া (৮)। গতকাল সোমবার বিকেলে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া গ্রামের মুক্তারপুর-শ্রীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাহিম একই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মো. মাসুম মিয়ার ছেলে।

নিহত মাহিমের ফুপা দ্বীন ইসলাম জানান, এদিন সকালেই ফুফুর বাড়িতে বেড়াতে আসে শিশু মাহিম। দুপুরের খাবার খেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ি-সংলগ্ন সড়কে গেলে মাহিমকে দ্রুত গতির একটি অটোরিকশা চাপা দিয়ে চলে যায়। এতে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

লোহাগড়ায় কাঠবোঝাই ভটভটি উল্টে হেলপার নিহত : নড়াইলের  লোহাগড়া উপজেলার চাঁচই এলাকায় কাঠবোঝাই ভটভটি উল্টে হেলপার  তৌফিক তালুকদার (২৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে  লোহাগড়া উপজেলার চাঁচই গ্রাামের দক্ষিণপাড়া কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টুটুল জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল চাচই গ্রামের দক্ষিণ পাড়া কঠের পুল এলাকায়  কাঠ বোঝাই ভটভটি  উল্টে যায়। এসময় ভটভটির উপরে বসে থাকা হেলপার  তৌফিক তালুকদার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাটোরে ৬ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : নাটোরে ঘন কুয়াশায় ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। অন্য ট্রাকগুলোর চালকসহ আরও ছয়জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে নাটোর-বগুড়া মহাসড়ের ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ছয় ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক ট্রাকচালকের মৃত্যু হয়। এ সময় পাঁচটি ট্রাক সড়কের ওপর দুমড়েমুচড়ে পড়ে। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ দুর্ঘটনায় ট্রাকের চালকসহ আরও ছয়জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল এসে যান চলাচল স্বাভাবিক করে।

কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলে তিন কিশোরের : কুমিল্লা আদর্শ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে তিন কিশোর প্রাণ হারিয়েছে। গত রবিবার রাত ১টার দিকে উপজেলার গোমতী নদীপাড় পালপাড়া এলাকার কুমিল্লা-বুড়িচং সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন (১৪), ভুবনগড় এলাকার প্রয়াত মনির হোসেনের ছেলে মিনহাজুল ইমন (১৬) ও পাশের বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (১৫)। বিয়ের অনুষ্ঠান থেকে একজনকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে তারা এ দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় আহাদের মামার বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখান থেকে কোরিওগ্রাফার মিনহাজুলকে মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। যাওয়ার পথে রাত ১টার দিকে পালপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু : টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টায় উপজেলার বেড়বাড়ী, ৯টায় সখীপুর থানার গেট-সংলগ্ন এলাকায় এবং ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ট্রাকচাপায় নিহত মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরী করতো। সে রাতে ডিউটি শেষে ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো: আবুল কাশেমের ছেলে।

এদিকে সকাল ৯ টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো: গনি মিয়ার ছেলে।

অন্যদিকে উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে সিএনজি চাপায় আবুবকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত :  বালুবোঝাই ট্রাক্টরের চাকায় দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় মা পারভীন বেগম (৫০) নিহত এবং ছেলে আদনান সরকার (৩৫) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত মোটরসাইকেল চালক আদনানকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত পারভীনের বাড়ি নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ী এলাকায়। গতকাল সোমবার দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মা পারভীন-ছেলে আদনানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সৈয়দপুর থেকে বিরামপুর চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পার্বতীপুর থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মা পারভীন ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম বলেন, সড়ক দুর্ঘটনায় মা পারভীন নিহত ও ছেলে আহত হয়েছেন। এ ঘটনায় মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

চৌদ্দগ্রামে মহাসড়কে অটোরিকশা চাপায় শিশু নিহত : কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা চাপায় রুমাইসা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রামের মো. নেছার উদ্দীনের বড় মেয়ে। ঘটনাটি ঘটে গত রবিবার সন্ধ্যায় মহাসড়কের নতুন রাস্তার চৌদ্দগ্রাম বাজারের স্কাইল্যাব হাসপাতালের সামনে।

পরিবার সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রাম মধ্যমপাড়ার মো. নেছার উদ্দীনের মেয়ে রুমাইসা আক্তার তার মা খালেদা আক্তারের সঙ্গে ডাক্তার দেখাতে চৌদ্দগ্রাম স্কাইল্যাব হাসপাতালে যায়। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় মহাসড়কে অটোরিকশা চাপায় পড়ে রুমাইসা গুরুতর আহত হয়। পরে তাকে চৌদ্দগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যুবরণ করে সে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দীন বলেন, মহাসড়কে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com