হাড় কাঁপানো শীতে নাজেহাল চুয়াডাঙ্গার সাধারণ মানুষজন। একদিকে তীব্র শীত, অন্যদিকে বৃষ্টি- এতে বিপর্যস্ত জনজীবন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে প্রায় আড়াই ঘণ্টা টানা ভারি বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায়। এর আগে, বুধবার রাত সাড়ে ১১টার থেকে চুয়াডাঙ্গার বেশ কয়েকটি এলাকায় শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তহমিনা নাছরিন এ্যানি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ও ৯টায় ১১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। এছাড়া ভোর ৫টা ৪৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়ে সকাল ৮টা ১০ মিনিটে থেমেছে। এ সময়ে ১৯ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বুধবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।