মন্ত্রিপরিষদের সাবেক সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন, ‘দেড় থেকে দুই হাজার ব্যবসায়ী-শিল্পপতিদের ফেলা বর্জ্যের কারণে দেশের ১৮ কোটি মানুষ ভুগবে তা হতে দেওয়া যাবে না। আমাদের রুখে দাঁড়াতে হবে। নদীমাতৃক বাংলাদেশে নদী হলো আমাদের মা। সেই মাকে দূষিত করা কোনো মানুষের কাজ হতে পারে না। নদী নিয়ে কাজ করলে নদীর কাছে যেতে হবে। শহরের হল রুমে বসে নদী বিষয়ক আলোচনা খুব একটা ফলপ্রসূ হবে না।’
আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ নদী পরিব্রাজক দল আয়োজিত ‘নদীর জন্য তারুণ্য’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মুহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক অসীম বিভাকর।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসেন।