বুধবার, ১১:৩৪ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শিমুল বিশ্বাস-সোহেলসহ বিএনপির ৯১ নেতাকর্মীর বিচার শুরু

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

গাড়ি ভাংচুর ও হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস ও দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ৯১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার (৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: হাসিবুল হকের আদালত এ অভিযোগ গঠন করেন। একইসাথে আগামী ২২ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মো: মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

মামলার অভিযোগে থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া চকবাজার থানার বকশীবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন। এসময় রমনা মডেল থানার মগবাজার মোড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক থেকে দেড় হাজার নেতাকর্মী লাঠিসোঁটা, লোহার রড, ইটপাটকেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়। তখন তারা সরকার বিরোধী স্লোগান দিয়ে রাস্তার গাড়ি ভাংচুর করেন। হত্যার উদ্দেশ্যে পুলিশ সদস্যের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে।

এ ঘটনায় রমনা মডেল থানার উপপরিদর্শক আবদুল কদ্দুছ বাদি হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মিজানুর রহমান ৯১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com