বরিশাল নগরীতে ‘শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস-নির্যাতন-হল দখলদারিত্ব প্রতিরোধ’সহ ৪ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১২ টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে ‘শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস-নির্যাতন-হল দখলদারিত্ব প্রতিরোধ সহ ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার, বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি সন্তু মিত্র, বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, বরিশাল মহানগর শাখার সদস্য লামিয়া সাইমন, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য লিয়া মনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নির্যাতন, হল দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ হনন করছে। গেস্টরুম ও গণরুমে র্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের উপর চালাচ্ছে পাশবিক নির্যাতন। ছাত্রলীগের হল দখলদারিত্বের কাছে সাধারণ শিক্ষার্থীরা অসহায় হয়ে হলের বাইরে থাকতে বাধ্য হচ্ছে।
বক্তারা আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্যের চিত্র ভয়াবহ, শিক্ষা পণ্যের ন্যায় ক্রয় করতে হচ্ছে চড়া দামে। আবার নেই কোনো গণতান্ত্রিক পরিবেশও। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যহীন শিক্ষাদান, গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবী জানান তারা।