মঙ্গলবার, ০১:৪৫ পূর্বাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৫, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেন্দ্রের আশপাশে অস্ত্র রাখা যাবে না : পুলিশ কমিশনার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৫৪ বার পঠিত

অনুষ্ঠিতব্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা কেন্দ্রের আশপাশে অস্ত্র-গোলাবারুদ রাখা যাবে না বলে গণবিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্নে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার জিহাদুল কবির স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি দেয়া হয়।

ফলে কেন্দ্রের ২০০ গজ পরিধির মধ্যে যেকোনো ধরণের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, মিটিং, ইট-পাথর ইত্যাদি সংগ্রহ বা বহন নিষিদ্ধ। পাশাপাশি অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ গণবিজ্ঞপ্তি ১৫ মার্চ পরীক্ষা চলাকালীন দিন ও সময়ের জন্য পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট এলাকায় বলবৎ থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০০৯ সালের বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইনের ৩০, ৩১, ও ৩৪ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এ কলেজ পর্যায়ে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ২২টি ও স্কুল পর্যায়ে ৮১টি কেন্দ্র রয়েছে। আর স্কুল পর্যায়ের পরীক্ষা ১৫ মার্চ সকালে এবং কলেজ পর্যায়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com