চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইটের ভেতর থেকে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল সেটের মধ্যে রয়েছে ৪৯টি স্মার্ট ফোন সেট এবং ৪৬টি বাটন ফোন সেট।
রবিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৫২ এ অভিযান পরিচালনা করে এসএসআই এবং বিমান বন্দর শুল্ক গোয়েন্দা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যৌথ অভিযানে যাত্রীবিহীন পরিত্যক্ত ১টি ট্রলি ব্যাগ থেকে স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট ফোন ৪৯টি এবং নোকিয়া ব্র্যান্ডের বাটন ফোন ৪৬টি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলের আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধার করা মোবাইল সেটগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।