বিনোদন ডেস্ক ঢাকা:
শাহরুখের সঙ্গে প্রিয়ঙ্কার বন্ধুত্ব যখন বৃদ্ধি পেতে থাকে, সেই কথা নাকি অভিনেত্রী তাঁর কাছের বান্ধবীদের জানিয়েছিলেন। সেই সূত্রেই নাকি নীলম সব জানতে পারেন।শাহরুখ খানের নিজের কর্মজীবন এবং পরিবার নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন। বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন তিনি। তবুও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে অভিনেতার বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে বলিপাড়ায় যে চর্চা শুরু হয়েছিল, তা সহজে থামেনি।
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবিতে শাহরুখের সঙ্গে প্রথম অভিনয় করতে দেখা যায় প্রিয়ঙ্কাকে। ছবির প্রচারে হোক বা বলিপাড়ার অন্যান্য অনুষ্ঠানে— দুই তারকাকে অধিকাংশ সময় একসঙ্গে দেখা যেত। তাঁদের গভীর বন্ধুত্বের ছিটেফোঁটা ধরা পড়ত পাপারাৎজিদের ক্যামেরার লেন্সেও। কিন্তু তাঁদের পরকীয়া সম্পর্কের কথা রটিয়েছিলেন বলিপাড়ারই এক অভিনেত্রী।
শাহরুখ এবং গৌরীর বাড়িতে কোনও অনুষ্ঠান হলে অতিথি হিসাবে সেখানে উপস্থিত থাকতেন বলি অভিনেত্রী নীলম কোঠারি। গৌরীর ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নীলম। প্রিয়ঙ্কার দাবি, নীলমই নাকি তাঁর সঙ্গে শাহরুখের পরকীয়া সম্পর্কের ভুয়ো খবর ছড়িয়েছিলেন।
বলিপাড়া সূত্রে খবর, শাহরুখের সঙ্গে প্রিয়ঙ্কার বন্ধুত্ব যখন বৃদ্ধি পেতে থাকে, সেই কথা নাকি অভিনেত্রী তাঁর কাছের বান্ধবীদের জানিয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে ভাল যোগসূত্র ছিল নীলমের। এ কান-ও কান ঘুরে প্রিয়ঙ্কার সঙ্গে শাহরুখের বিশেষ বন্ধুত্বের কথা নাকি নীলমের কানে আসে।
কানাঘুষো শোনা যায় যে, টরন্টোয় গিয়ে নাকি মধ্যরাতে শাহরুখ এবং প্রিয়ঙ্কা গোপনে বিয়ে করেছিলেন। নীলমই নাকি শাহরুখ এবং প্রিয়ঙ্কার পরকীয়ার কথা গৌরীকে জানিয়েছিলেন। তার পরেই শাহরুখ এবং গৌরীর মধ্যে অশান্তি শুরু হয়।
২০১২ সালে কর্ণ জোহরের বাড়ির এক অনুষ্ঠানে বলিপাড়ার সমস্ত নক্ষত্র হাজির ছিলেন। অতিথি হিসাবে নিমন্ত্রিত ছিলেন শাহরুখ, গৌরী, প্রিয়ঙ্কাও। সেই অনুষ্ঠানে প্রিয়ঙ্কার আগে সস্ত্রীক শাহরুখ পৌঁছেছিলেন।অনুষ্ঠানে প্রিয়ঙ্কা পৌঁছতেই শাহরুখ অভিনেত্রীকে আপ্যায়ন করতে চলে যান। প্রিয়ঙ্কার হাত ধরে তাঁর গালে সৌজন্যের খাতিরে চুমু এঁকে দেন শাহরুখ। পুরো ঘটনাটি গৌরীর নজরে পড়ে।
অনুষ্ঠানে শাহরুখের আচরণ দেখে গৌরী ক্ষুব্ধ হয়ে যান। বলিপাড়া সূত্রে খবর, তার পরেই নাকি শাহরুখের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন গৌরী। গৌরী বলিউডের প্রযোজক এবং পরিচালকদের নির্দেশ দিয়েছিলেন যে, প্রিয়ঙ্কাকে যেন কোনও কাজ দেওয়া না হয়।কানাঘুষো শোনা যায় যে, শাহরুখকেও নাকি প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করতে মানা করেছিলেন গৌরী। তার পর আর দুই তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।
২০১২ সালেই নীলমের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রিয়ঙ্কা। দাবি করেন, শাহরুখের সঙ্গে তাঁর পরকীয়ার ভুয়ো খবর রটিয়েছেন তিনি। নীলম যদিও প্রিয়ঙ্কার দাবি অস্বীকার করেন।নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে নীলম লেখেন, ‘‘মিথ্যা কথা রটানোর যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তা জানার পর আমার কী করা উচিত বুঝতে পারছি না।’’
নীলম টুইটারে লিখে জানান যে, বহু বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। কিন্তু তাঁর কেরিয়ারে এই প্রথম বার কোনও বিতর্কে নাম জড়িয়েছে নীলমের। কানাঘুষো শোনা যায় যে, প্রিয়ঙ্কার সঙ্গে নীলমের এই বিষয়ে নাকি কথা কাটাকাটি হয়েছিল। এমনকি, একে অপরকে নাকি গালমন্দও করেন দুই অভিনেত্রী। এই বিষয়ে নীলমকে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন।
নীলম জানান যে, প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কোনও ঝামেলা হয়নি তাঁদের মধ্যে। শাহরুখ এবং প্রিয়ঙ্কা সম্পর্কে কোনও কথাই ছড়াননি তিনি।নীলম বলেন, ‘‘গৌরী আমার খুব ভাল বান্ধবী। আমি কেন অকারণে আমার বান্ধবীর স্বামী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে যাব?’’
ধীরে ধীরে হিন্দি ফিল্মজগতে প্রিয়ঙ্কার কাজ পাওয়া কমে আসে। বলিউডের দিকে ঝুঁকতে থাকেন তিনি। সম্প্রতি স্বামী নিক জোনাসের সঙ্গে ভারতে এসেছেন প্রিয়ঙ্কা। ‘সিটাডেল’ ওয়েব সিরিজ়ের প্রচারের কাজে ব্যস্ত তিনি।
সুত্র: আনন্দবাজার