কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে যুবলীগের হামলায় কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (৮এপ্রিল) দুপুরের পর উপজেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি চলাকালে যুবলীগের কতিপয় নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করে। এ সময় হামলাকারীরা আসবাবপত্র ভাঙচুর করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে খবর পেয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা নেতৃবৃন্দ শার্শা হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে যান।
এ ব্যাপারে শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহেদুজ্জামান জানান, আমাদের দলের কোনো নেতাকর্মী এ হামলার সঙ্গে জড়িত নয়। নিজেদের দলীয় কোন্দলে তারাই হামলার শিকার হয়েছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।