হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গৌরনদী ও আগৈলঝাড়া সহ দেশের সকল হিন্দু ধর্মাবলম্বী নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মিডিয়া সেলের আহবায়ক এম জহির উদ্দিন স্বপন।
এক শুভেচ্ছা বার্তায় এম জহির উদ্দিন স্বপন বলেন দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আবহমানকাল ধরে এ দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন হয়ে আসছে। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠে। এ সার্বজনীনতাই প্রমাণ করে, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।