বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। যেখানে আসরের দ্বিতীয় দিনই দুইশর ইনিংস পেরুল। প্রথমে ব্যাট করা খুলনা উইলিয়াম বোসিস্টো ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে। জবাবে শামীম হোসেন পাটোয়ারির ঝড়েও ৩৭ রানের বড় হার দেখল চিটাগং। ইনিংসের ৭ বল বাকি থাকতে ১৬৬ রানে গুটিয়ে গেছে তারা।
আজ মঙ্গলবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ১২টা ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
ব্যাটিংয়ে নেমে এদিন দলীয় ৩৭ রানে মোহাম্মদ নাঈম ব্যক্তিগত ২৬ রানে বিদায় নেন। মেহেদী হাসান মিরাজ, ইব্রাহিম জাদরান ও আফিফ হোসেন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
তবে পঞ্চম উইকেট জুটিতে হাল ধরেন বোসিস্টো ও অঙ্কন। তারা ৩৫ বলে অপরাজিত ৮৬ রানের পার্টনারশিপ গড়েন। অস্ট্রেলিয়ান বোসিস্টো ৫০ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৭৫ রান করেন। আর অঙ্কন ২২ বলে ৫৯ রানের টর্নেডো ইনিংস খেলেন। তিনি একটি চার ও ৬টি ছক্কা হাঁকান।
চিটাগংয়ের হয়ে আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ ২টি করে উইকেট পান।
২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ওশানে টমাসের প্রথম ওভারেই ১ উইকেট হারিয়ে ১৮ রান তোলে চিটাগং। তবে এরপর আবু হায়দার রনি তোপে শামীম ছাড়া বাকি সবাই আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। এই বাঁহাতি ৩৮ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৭৮ রানে মাঠ ছাড়েন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন উসমান খান।
রনি খুলনার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পান। মোহাম্মদ নওয়াজ ২টি উইকেট দখল করেন।