শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনের চত্বর।
বিএনপি-জামায়াতের অপরাজনীতি, সহিংসতা ও সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেন সর্বস্তরের নেতাকর্মীরা। প্রতিটি ওয়ার্ড থানা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে।
সমাবেশে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যসহ দলের কেন্দ্রীয় নেতারাও। বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে হতাশায় ভুগছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা বলেন, আন্দোলনের নামে নতুন করে সহিংসতার চিন্তা করলে দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী।
তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা নেই। কিন্তু বিশৃঙ্খলা হলে সহ্য করা হবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন,আমরা শান্তি সমাবেশ করছি। কেননা, আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছি, দেশের উন্নয়ন করেছি। দেশের এই শান্তি যেন বিনষ্ট না হয়, তাই আমাদের শান্তি সমাবেশ করতে হচ্ছে।
বিএনপি শুধু দেশে নয়, বহির্বিশ্বেও সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দেশে ধ্বংসাত্মক কর্মসূচির মাধ্যমে অরাজকতা সৃষ্টি করতে চায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নিজেদের আন্দোলনের ১২টা বেজে গেছে, তাই কালো পতাকা নিয়ে শোকের মিছিল করছে বিএনপি।
বিএনপির সরকার পতন আর পদত্যাগের বিষয়ে তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষ যাকে ভালোবাসেন তার পদত্যাগের প্রশ্ন অবান্তর।
এদিকে রাজধানীর আগারগাঁওয়ে শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন,
বিদেশি প্রভুদের কাছে নালিশ করে দেশবিরোধী ষড়যন্ত্র করছে স্বাধীনতাবিরোধীরা। নির্বাচন সামনে রেখে অস্ত্রের ঝনঝনানি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নির্বাচন সামনে রেখে জঙ্গি তৎপরতার চেষ্টা করছে বিএনপি।
সাম্প্রতিক সময়