লিবিয়ায় মরুভূমিতে ৬৫টি লাশ পাওয়া গেছে। শরণার্থীদের এখানে গণকবর দেয়া হয়েছিল বলে অনেকে সন্দেহ করছে। জাতিসঙ্ঘ এই খবর জানিয়েছে।
সংস্থাটির অভিবাসন দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, শরণার্থীরা কিভাবে মারা গেছেন বা তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে শরণার্থীদের মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ভূমধ্যসাগর অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে।
এক বিবৃতিতে আইওএম বলেছে, এই ঘটনা থেকে বোঝা যায় আইনগত উপায়ে অভিবাসন কতটা জরুরি। আপাতত শরণার্থীদের মৃতদেহ শনাক্তকরণ এবং হস্তান্তরের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়া একটি নৌকা ডুবে অন্তত ৬০ জন শরণার্থী মারা যায়। জানা গেছে, গত বছর সারা বিশ্বে অন্তত ৮,৫৬৫ জন শরণার্থী মারা গেছেন।
সূত্র : আজকাল