লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১এর লিও ক্লাব অব ঢাকা এরিস্ট্রোক্যাট, লিও ক্লাব অফ এন এস ইউ এরিস্ট্রোক্যাট, লিও ক্লাব অব ঢাকা বসুন্ধরা এরিস্ট্রোক্যাট ও লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্যাট এর উদ্যোগে এ লিও সোনিয়া সুলতানা তমা (২৫) ‘র রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ৪ঠা আগষ্ট, বৃহস্পতিবার দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
লিও তমার অকাল মৃত্যুতে সভায় শোক প্রকাশ করা হয় এবং রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া পরিচালনা করা হয়। মানব সেবায় লায়ন ও লিওদের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে লিও তমার সেবা মুলক কার্যক্রমের প্রশংসা করা হয়।
দোয়া ও মাহফিলে উপস্তিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শরীফ আলী খান এমজেএফ, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মো: লুৎফর রহমান, ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আশরাফ এইচ খান হীরা, পিডিজি দেওয়ান নসিরুল হক পিএমজেএফ, পিডিজি শফিকুল আযম ভূইয়া, পিডিজি মুজিবুল হক চুন্নু, পিডিজি আব্দুল হামিদ এমজেএফ সহ শতাধিক লায়ন ও লিও নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অব ঢাকা এরিস্ট্রোক্যাট ও লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন। অনুষ্ঠানে আন্তরিক উপস্থিতির জন্য মরহুমার মা জনাবা নাসিমা আলম ও লায়ন্স ক্লাব অব এরিস্ট্রোক্যাট এর প্রেসিডেন্ট লায়ন শিরীন আখতার রুবি লায়ন ও লিও নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সে সাথে দোয়া প্রার্থনা সহ পরিবার-পরিজন এবং অসংখ্য সাহিত্যানুরাগীদের প্রতি সহমর্মিতা জানান হংকং থেকে লায়ন দিদার সরদার – ক্লাব ডিরেক্টর লায়ন্স ক্লাব অফ ঢাকা শ্যামলী, প্রকাশক ও সম্পাদক – সময়ের কণ্ঠধ্বনি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক(UAHR), পরিচালক জাতীয় কবি পরিষদ (জাকপ)।