রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বললেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক।
জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এখন ব্রাজিলে বৈঠক করছেন। বুধবার সেখানেই বেয়ারবক লাভরভকে বলেন, ‘যদি আপনি মানুষের জীবন বাঁচাতে চান, নিজের দেশের মানুষের ভালো চান, রাশিয়ার বাচ্চা ও যুবদের ভালো চান, তাহলে এখনই যুদ্ধ বন্ধ করুন।’
বেয়ারবক ও লাভরভ একই টেবিলে বসেছিলেন। জি২০ হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর সংগঠন।
বেয়ারবক বলেন, ‘আর কয়েক দিনের মধ্যেই ইউক্রেন যুদ্ধের দু’বছর পূর্ণ হবে। এটা আঞ্চলিক বিরোধের থেকেও অনেক বড় হয়ে গেছে।’
জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর মতে, ‘রাশিয়ার এই আগ্রাসন আমাদের সবাইকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কোনো দেশ যা যতই ছোট বা বড় হোক না কেন নিজেকে রক্ষা করার অধিকার সকলের আছে। জাতিসঙ্ঘের চার্টার, আন্তর্জাতিক আইন, মানবাধিকার এটাই বলে।’
জাতিসঙ্ঘের চার্টার ১৯৪৫ সালে সই হয়েছিল। তারপর পাঁচ স্থায়ী সদস্যকে নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছিল। স্থায়ী সদস্যদের ভেটো দেয়ার ক্ষমতা আছে। রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তারা ইউক্রেন নিয়ে যেকোনো প্রস্তাবে ভেটো দেয়।
এর ফলে সাধারণ সভায় বিতর্ক দেখা দিয়েছে। সমালোচনাও হচ্ছে। গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর পর নিরাপত্তা পরিষদে আনা যুদ্ধ বন্ধের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে।
বেয়ারবক বলেন, এই দুই যুদ্ধের ফলে বিশ্বের গরিব মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি ইউক্রেন ও মধ্যপ্রাচ্য দুই জায়গায় শান্তি চেয়েছেন।
ব্রাজিলের সমালোচনা
ব্রাজিলও নিরাপত্তা পরিষদের মতো সংগঠনের সমালোচনা করে বলেছে, তারা বর্তমান চ্যালেঞ্জ সামলাতে পারছে না। গাজা ও ইউক্রেন নিয়ে নিরাপত্তা পরিষদ কিছুই করতে পারছে না। এর ফলে নিরপরাধ মানুষের মৃত্যু হচ্ছে।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতির বদল ঘটাতে এই ব্যবস্থার ব্যাপক সংস্কার করতে হবে।
সূত্র : ডয়চে ভেলে