যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠির বিষখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জনে।
জানা গেছে, সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়াদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কর্মীরা বুধবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছে। সুগন্ধা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় গত তিন দিনে নদী থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস-কর্মীরা জানান, উদ্ধার হওয়া মরদেহের বয়স ৩০-৩৫ বছর হতে পারে। তার শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।