ঢাকা প্রতিবেদক :
দেশের বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, মিডিয়াওয়ার্ল্ড লিমিটেড এবং মাইডাস ফাইন্যান্সের চেয়ারপারসন ও বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকিয়া আফজাল রহমান আজ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। রোকিয়া আফজাল রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবাণীতে বিএনপি মহাসচিব বলেন, “রোকিয়া আফজাল রহমান এর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের ন্যায় আমিও গভীরভাবে শোকাহত হয়েছি। তিনি দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০০১ সালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। জনগণের স্বাধীন ভোটাধিকার প্রতিষ্ঠা করে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি।
গণমাধ্যমের বিভিন্ন দায়িত্বে থেকে তিনি সমাজে সত্য ও ন্যায় এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা পালন করেছেন। নারী উদ্যোক্তা, কৃষি, শিল্পসহ সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত থেকে তিনি সমাজ উন্নয়নে, দারিদ্র বিমোচনে, কর্মসংস্থানে কাজ করে গেছেন। মানবিক সমাজ বিনির্মানে তিনি সব সময় সচেষ্ট ছিলেন।
তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য ও গুণী নারীকে হারালো, এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”