বৃহস্পতিবার, ০২:১০ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রূপগঞ্জে মধ্যরাতে সাংবাদিকের বাড়িতে আ’লীগ সন্ত্রাসীদের হামলা ও ভাংচুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মধ্যরাতে আরিফ হাসান আরব নামে এক সাংবাদিকের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১ টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। আরিফ হাসান আরব দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সাংবাদিক আরিফ হাসান আরব বলেন, আওয়ামীলীগ সমর্থিত একদল সন্ত্রাসী মঙ্গলবার রাত ১ টার দিকে আমার বরপা বাড়ির সামনে দিয়ে মিছিল দিয়ে যাচ্ছিল। এসময় সন্ত্রাসীরা আমরা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে আমরা বাড়িঘরে হামলা ভাংচুর চালায়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা আমার বাড়ির জানালায় ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এসময় তারা আমার বাড়ির ভেতরে লুটপাটের উদ্দেশ্যে প্রবেশ করতে গেট ভাঙ্গার চেষ্টা চালায়। এসময় সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আমার বাবা ফকির চাঁন মীর আহত হন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এম আর কামাল
নারায়ণগঞ্জ
তারিখ ঃ ১৯-০৪-২০২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com