শুক্রবার, ০১:৪০ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘রিজভীকে মাফ করে দেওয়া হোক’, মামলার পর বললেন হিরো আলম

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৫০ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে এজলাস থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‌‌‘মানুষ মাত্রই ভুল হয়। রিজভী স্যার ভুল করেছেন, তাকে মাফ করে দেওয়া হোক।’

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

পরে সাংবাদিকদের হিরো আলম বলেন, ‘বিএনপির বিভিন্ন সিনিয়র নেতা এবং আওয়ামী লীগের কিছু নেতা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাকে গালিগালাজ করে কথা বলে। তারা ব্যঙ্গ করে কথা বলে। আমার কথা, আমাকে সম্মান দিয়ে কথা না বললে আমার নামটা মুখে নেবেন না। আমাকে নিয়ে আপনাদের কোনো কথা বলার দরকার নেই।’

তিনি বলেন, ‘আমি কোনো রাজনীতিবিদদের সঙ্গে রাজনীতি করি না। তাই আমি আদালতে বলেছি। আমি বলেছি, রিজভী আমার বাপের বয়সী। মানুষ মাত্রই ভুল হয়। এ মামলা আমি করতে চাই না। তাকে মাফ করে দিতে বলেছি।’

কেন মামলা করতে এসেছে এ প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এ কারণেই এসেছি ভবিষ্যতে হিরো আলমকে নিয়ে এ ধরনের কথাবার্তা বললে কোনো ছাড় নেই।’ এদিকে হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ মুনসুর রিপন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে ‘অর্ধ পাগল’ ও ‘অশিক্ষিত’ হিসেবে অভিহিত করেন রুহুল কবির রিজভী। এই মন্তব্যের বিষয়ে গতকাল রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ করেন হিরো আলম।

রিজভীর এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, ‘আমাকে অশিক্ষিত বলে আপনারা নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনাদের দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়া কিন্তু এইট পাস। তিনি এইট পাস, আমি সেভেন পাস, এক ক্লাস নিচে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com