নরসিংদীর রায়পুরায় দুই দলের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়েনিহত হয়েছেন আলমগীর নামে ১ জন। উভয়দলের টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
আজ রবিবার সকাল থেকেই দুদল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই দলের ১ জন নিহত হয়েছেন।
নিহত আলমগীর সাবেক চেয়ারম্যান আশরাফুলের সমর্থিত।
ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্ঘম চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থিতের মধ্যে।
সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতুল ও আশরাফুলের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জেরে এই দুই দলের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় এলাকায় একাধিকবার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিহতসহ আহতও হয় অনেকে। এবার এরই জের ধরে আজ রবিবার সকাল থেকেই দুই দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ১ জন নিহত হয়েছেন।
এ ব্যাপারে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, নিহতের সংখ্যা এখনো সঠিকভাবে পাইনি।
এ রির্পোট লেখা পর্যন্ত এলাকায় সংঘর্ষ চলছে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।