গোলাম সারোয়ার , কক্সবাজার :
কক্সবাজারের রামু উপজেলায় বিজিবি’র সাথে চোরাই গরু পাচারকারীদের সংঘর্ষে আবদুল জব্বার নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
এতে আহত হয়েছে আরো তিনজন।শনিবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের ঢেফার কুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল জব্বার একই এলাকার মরহুম জাকের হোসেনের ছেলে।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল আজিজ বলেন, কাউয়ারখোপ বাজারের উত্তর পাশে ঢেফার কুল এলাকার মাস্টার আবদুল্লাহর বাড়িতে বিজিবি এক অভিযান চালিয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ছয়টি গরু জব্দ করে।
এ সময় বিজিবি’র সাথে অবৈধ গরু পাচারকারীদের সংঘর্ষে তিনজন আহত হয়। পরে বিজিবি গরুগুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় কাউয়ারখোপ বাজারের পূর্ব দিকে পূর্ব কাউয়ারখোপ রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে বিজিবির সাথে গরু পাচারকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। গরু পাচারকারীরা বিজিবি সদস্যদের উপর সশস্ত্র হামলা করলে বিজিবি গুলিবর্ষণ করে।