রাফাতে ইসরাইলের বিমান হামলায় ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা।
হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ২২ জনের মধ্যে ১৮ জন শিশু।
কুয়েতি হাসপাতালের উপর বিমান হামলা হয়েছে বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম হামলায় একজন পুরুষ, তার স্ত্রী ও তিন বছর বয়সী একটি বাচ্চা মারা যায়।
গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, পরের হামলায় ১৭ জন শিশু ও দুই নারী মারা যান। তারা সকলেই বৃহত্তর পরিবারের সদস্য।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ৩৪ হাজারের বেশি মানুষ ইসরাইলি হামলায় নিহত হয়েছে।
৭ অক্টোবর হামাসের আক্রমণে এক হাজার দুই শ’ জন ইসরাইলি মারা যান এবং ২৫০ জনকে অপহরণ করে হামাস।