রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশের শুরু হয়েছে। সকাল থেকে সমাবেশে বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতারা। বর্তমানে কথা বলছেন বিএনপির বিভাগীয় নেতারা। এছাড়া মঞ্চে আসন গ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
শনিবার দুপুর ২টার দিকে তিনিসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে আসন গ্রহণ করেন।
এর আগে সকাল সাড়ে ১৯টায় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে সমাবেশ শুরু হয়।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশকে ঘিরে নিরাপত্তার নামে চেকপোস্ট বসিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বাধাগ্রস্থ করা হচ্ছে সমাবেশের উপস্থিতি। রাজশাহীর বিভাগীয় এ গণ-সমাবেশে ১৫ লাখ লোকের সমাগমের টার্গেট করেছে বিএনপি। বিএনপির দাবি, সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলা ও আশপাশের জেলা থেকে গণসমাবেশে ১৫ লাখের বেশি লোকের সমাগম হবে।
এর আগে শুক্রবার গণসমাবেশস্থলের মঞ্চ পরিদর্শন করতে গিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার অভিযোগ করে বলেন, ‘সমাবেশে আসতে পথে পথে পুলিশ বাধা দিচ্ছে। পুলিশের বাধা উপেক্ষা করে লাখো নেতাকর্মী সমাবেশস্থলের আশপাশে এবং কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে অবস্থান করছেন।’