ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে সহিংসতাসহ নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছে দলটি।
বুধবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে লেক শোর হোটেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে অভিজাত হোটেলটিতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল।
আমীর খসরু বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে কূটনীতিদের আমরা জানিয়েছি। তারা এই দেশে গণতন্ত্র চায়, সেজন্য আমরা তাদের কাছে সার্বিক বিষয় তুলে ধরেছি। গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সরকার এবং সরকারি দলের অস্ত্রধারীদের যৌথ কর্মকাণ্ড তুলে ধরেছি।’
বিএনপির এই নেতা বলেন, ‘২৯ জুলাই একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ, আনসার বাহিনী, র্যাব যেভাবে আক্রমণ করেছে, আমরা মনে করি এটা সবার জানা দরকার। আমরা বলেছি, নির্বাচনকে সামনে রেখে সরকার ভীতি সৃষ্টি করতেই সহিংস এই আক্রমণ করেছে। যাদের আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এমনকি, মৃত ব্যক্তির নামেও মামলা হয়েছে।’
আমীর খসরু বলেন, ‘দেশে যে মুক্তির আন্দোলন শুরু হয়েছে, তাতে জনগণ সমর্থন দিয়েছে। সরকার যত অন্যায় করবে, জনগণ তার প্রতিবাদ করবে, প্রযোজনে তারা প্রতিরোধ করবে।’