রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে পাহাড়ি সড়কে কাঠবোঝাই ট্রাকে আকস্মিক গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ট্রাকটির চালক শহিদুল আলম গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ট্রাকের সামনের দু’টি চাকা গুলিতে ফেটে যায়।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির দেপ্পাছড়ি এলাকায় এ হামলা চালানো হয়।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করে।
রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সকালে সন্ত্রাসীরা চলন্ত ট্রাকে গুলিবর্ষণ করে। এতে ট্রাকচালক শহিদুল ইসলামের বাম পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনালের সামনে গাড়ির চালক ও শ্রমিকরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
সশস্ত্র সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে নেতারা বলেন, এর আগেও একই স্থানে সন্ত্রাসীরা গাড়িতে হামলা চালিয়েছে।
তারা পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান।
দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।