জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মশিউর রহমান রাঙ্গাকে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্যই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
আজ বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জাপায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন রাঙ্গা। তিনি জাপায় ফিরতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘যদি জাতীয় পার্টি চেয়ারম্যান চান, তবেই মশিউর রহমান রাঙ্গার জাতীয় পার্টির রাজনীতিতে ফিরতে পারবেন। কারণ, কাউকে পার্টিতে ফেরানোর এখতিয়ার শুধু জাতীয় পার্টি চেয়ারম্যানের।’
জাপা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী দাবি করে দলের মহাসচিব বলেন, ‘কেউ দল থেকে চলে যেতে পারেন, তাতে দলের কোনো ক্ষতি হয় না। অনেকেই চলে গেছেন কিন্তু জাতীয় পার্টি তার স্থানেই আছে। জাতীয় পার্টি কেউ ভাঙতে পারবে না। জাতীয় পার্টি এখন অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান, ফখরুল ইমাম, সফিকুল ইসলাম প্রমুখ।