নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকারের অধীনে আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৩ জানুয়ারী বেলা ১১ টার সময় বরিশাল জেলা জজ আদালতের সামনে থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য আলহাজ্ব আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল সহকারে ফজলুল হক এভিনিউ হয়ে কাকলির মোড় হয়ে সদর রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচীতে অংশগ্রহন করেন। এরপর যৌথভাবে তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও আগামী ৭ জানুয়ারী নির্বাচন বর্জনের দাবীতে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শুরু করলে বেঁকে বসে পুলিশ। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা প্রদান করে এরপর কোনো কারণ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা হামলা চালিয়ে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য কর্মীবান্ধব জননেতা আলহাজ্ব আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদের গুরুতর আহত করে। এসময় বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল হোসেন খান সহ ৮ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এরপর উল্টো পুলিশ আবুল হোসেন খান, আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহসহ বরিশাল জেলা দক্ষিণ, বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ৪৮ জনকে নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এহেন মিথ্যা মামলায় বরিশালের রাজপথের পরীক্ষিত সৈনিক ও সর্ব স্তরের বিএনপি নেতাকর্মীদের আস্থার বাতিঘর বরিশাল সদর উপজেলার গর্বিত সন্তান আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ সহ দলীয় নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন কাশিপুর ইউনিয়ন বিএনপির পদবঞ্চিত নেতৃবৃন্দ। গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হক সিকদার, আবু তাহের খোকন মুন্সি, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন চান্দু, সদর উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর হোসেন সর্দার, কামরুল আলম মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাফর গাজী, লাকুটিয়া ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী, মগরপাড়া ওয়ার্ড বিএনপি কাদের মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ রিপন, সারসী ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জয়নাল আবেদিন ফকির, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রুহুল আমিন, গণপাড়া ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বিল্ববাড়ী ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম বাবুল, কলসগ্রাম ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ ফজলুল হক বক্স, বিএনপি নেতা আলমগীর হোসেন লস্কর, আবুল বাশার জুয়েল, কাশিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ দুলাল হোসেন, মোঃ রাশেদ মাঝি, যুবদলের আহবায়ক কাজী আলাউদ্দীন হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হানিফ হাওলাদার, সদস্য সচিব মোঃ সুমন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, লিটন দেওয়ানজি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।